ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইমরানকে প্রধানমন্ত্রীর প্রার্থী মনোনয়ন দিলো পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, আগস্ট ৬, ২০১৮
ইমরানকে প্রধানমন্ত্রীর প্রার্থী মনোনয়ন দিলো পিটিআই

ঢাকা: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকে মনোনয়ন দিয়েছে তার দল তেহরিক ই ইনসাফ (পিটিআই)। 

সোমবার(৬ আগস্ট) দলের পার্লামেন্টারি কমিটির সভায় এ মনোনয়ন দেওয়া হয়। সেইসঙ্গে দলের চেযারম্যান হিসেবে তাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

 

পিটিআইয়ের সিনিয়র নেতা ডা. আরিফ আলভি বলেন, পার্লামেন্টারি কমিটির ১২০ সদস্যের সবাই ইমরান খানের মনোনয়নকে সমর্থন করেন। তবে তার মন্ত্রীসভার সদস্য কাদের করবেন সেই ব্যাপারে নিজে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইমরান।
 
পার্লামেন্টারি পার্টির সভায় যখন ইমরান খানকে সংদীয় দলের নেতা মনোনয়ন দিয়ে রেজুলেশন নেওয়া হয় তখন বিনা প্রতিদ্বন্দ্বীতায় সেটা গৃহীত হয়।  

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮ 
এসকে/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।