ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

‘প্রধানমন্ত্রী ইমরান’র মেইল পেলেন অভিনেতা ইমরান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, আগস্ট ৭, ২০১৮
‘প্রধানমন্ত্রী ইমরান’র মেইল পেলেন অভিনেতা ইমরান! অভিনেতা ইমরান ও 'প্রধানমন্ত্রী ইমরান'। ছবি: সংগৃহীত

ঢাকা: ইমরান খান। একজন ভারতের জনপ্রিয় অভিনেতা ইমরান। অপরজন পাকিস্তানের তারকা ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হতে যাওয়া ইমরান। নাম-পদবীও একই দুই তারকার। এই মিলে তাই ভুল করে বসেছেন এক বার্তা প্রেরক।

পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরানকে মেইল করতে গিয়ে তা পাঠিয়ে দিয়েছেন ভারতের অভিনেতা ইমরানকে।

মঙ্গলবার (০৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পেয়েছে।

মেইলে ওই বার্তা প্রেরক লেখেন, প্রিয় প্রধানমন্ত্রী, সফল নেতারা ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেন। তারা দলের বিশ্বস্ত নেতাদের নির্বাচন করেন। আমি আপনার দলে যোগ দিতে চাই।

অভিনেতা ইমরানও মজা করে লিখেছেন, আমার মনে হয় আমি কোনো বিষয় এড়িয়ে যাই না। চলতি সপ্তাহে কিছু খসড়া নীতিমালা ঠিক করতে যাচ্ছি। আপনাকে সব তথ্য জানাবো।

অভিনেতা ইমরান মেইলের স্ক্রিনশট ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।