ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

ঢাকা: অনকে আগে থেকেই টালমাটাল ছিল পাকিস্তানেন অর্থনৈতিক অবস্থা। তারওপর এখন চলছে রাজনৈতিক সংকট।

 

এরই মধ্যেই বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ঐতিহাসিক দরপতন হয়েছে। প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৯১ রুপি।

আল-জাজিরার খবরে বলা হয়, কয়েক মাস ধরেই পাকিস্তানি রুপির দরপতন হচ্ছিল। এ অবস্থা আরও গতি পায় গত মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনলে।  

ডলারের বিপরীতে গত এক মাসে রুপি দর হারিয়েছে ৬ শতাংশ। আর ২০২১ সালের জুলাই থেকে রুপির ১৮ শতাংশ দরপতন হয়েছে। বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলারের মূল্য ছিল ১৯১ রুপি। অপর দিকে আন্তব্যাংকিং বিনিময় হার ছিল ১৮৯ রুপি।

এদিকে পাকিস্তানের রিজার্ভ ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার থেকে কমে বর্তমানে ১ হাজার ২০০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।