ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: নিহত ৮, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: নিহত ৮, নিখোঁজ ১৫

ফের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

নিখোঁজ আছেন ১৫ জন।

ইতালি যাওয়ার সময় উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআটি ওয়ার্ল্ড।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনাটি ঘটে। উপকূলরক্ষীরা মাহদিয়া অঞ্চলের চেব্বা শহরে ডুবে যাওয়া নৌকায় থাকা ১৭ অভিবাসীকে উদ্ধার করেছে। নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি আরোহী ছিলেন।

নৌকাটি চলতি সপ্তাহে স্ফ্যাক্স অঞ্চলের এল আওয়াবেদ উপকূল থেকে যাত্রা করেছিল বলে জানিয়েছেন তিউনিসিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা। নৌকায় থাকা অধিকাংশ অভিবাসী তিউনিসিয়ান।

যারা নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধারকারীরা আশা করছেন, নিখোঁজরা জীবিত আছেন।

সাম্প্রতিক মাসগুলোয় লিতে, তিউনিসিয়ার উপকূলে কয়েক ডজন মানুষ ডুবে গেছে। তিউনিসিয়া ও লিবিয়া থেকে তারা ইতালির দিকে পারাপারের চেষ্টা করছিলেন। এ চেষ্টা দিনকে দিন বেড়েই চলেছে। সাধারণ গ্রীষ্মকালে এ উপকূল দিয়ে বেশিরভাগ মানুষ পারাপার হয়ে থাকে।

তিউনিসিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস অনুসারে, চলতি বছরের শুরু থেকেই উত্তর আফ্রিকার দেশ থেকে ১০ হাজারেরও বেশি অভিবাসী পারাপারের চেষ্টা করেন। ২ সহস্রাধিক শিশু এ রুট দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছে বলেও জানায় সংস্থাটি।

ইইউর ফ্রন্টেক্স সীমান্ত সংস্থা জানায়, প্রায় ৪৩ হাজার অভিবাসী-শরণার্থী জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় পথ ব্যবহার করেছে। ২০২১ সালের প্রথম সাত মাসের তুলনায় যা ৪৪ শতাংশ বেশি।

সূত্র: টিআটি ওয়ার্ল্ড

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।