মৃত্যুর আগে লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। সেদিন আলোকচিত্রী জেন বারলো তার একটি ছবি তুলেছিলেন।
ছবিটি তোলা হয়েছে বালমোরাল প্রাসাদে। একটি ফায়ারপ্লেসের সামনে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা রানিকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।
রানির মৃত্যুর পর ছবিটি প্রকাশ হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রানির তোলা এ ছবি এখন ভাইরাল।
ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর, মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরালে গিয়ে রানির কাছে সরকার গঠনের অনুমতি চান লিজ ট্রাস। দ্বিতীয় এলিজাবেথ এ সময় তাকে আনুষ্ঠানিক নিয়োগ দেন এবং সরকার গঠনের আহ্বান জানান।
সাধারণত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়া হয় লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে। কিন্তু রানি অসুস্থ থাকায় লিজকে যেতে হয়েছিল স্কটল্যান্ডে।
অসুস্থতার পাশাপাশি গ্রীষ্মকালীন অবকাশ যাপন করতে রানি স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। প্রাসাদটি রাজপরিবারের নয় বরং রানির ব্যক্তিগত সম্পদ।
বৃহস্পতিবার বালমোরাল প্রাসাদেই মৃত্যু হয় রানির। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
এমজে