পাবনা সদর থানাধীন দাপুনিয়া ইউনিয়নের টিকরী দক্ষিণপাড়া এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২ মে) মধ্য রাতে ওই এলাকায় মৃত আবু জাফরের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার বসাক এতথ্য নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খাঁনের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডলের তত্ত্বাবধানে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে অভিযানে বিপুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। বিপুলের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রজু প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এসআরএস