ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নাসিক নগর ভবনে অটোরিকশাচালকদের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মে ১২, ২০২৫
নাসিক নগর ভবনে অটোরিকশাচালকদের হামলা নাসিক নগর ভবনের সামনে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নগর ভবনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

এ ঘটনায় সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।

এ সময় প্রায় দেড় ঘণ্টা নগর ভবন অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা।

সোমবার (১২ মে) দুপুরে নগর ভবনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনের ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে বাধা দিতে এলে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের ওপরও হামলা করেন অটোরিকশাচালকরা। এ সময় কর্মকর্তা ও কর্মচারীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেন তারা।

হামলায় গুরুতর আহতরা হলেন, সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন ও পলাশ। বাকি আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরে যানজট নিরসনে মূল শহরে অটোরিকশা চলাচলে বিধিনিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। পাশাপাশি শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদন হীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে বিগত কয়েকমাস ধরে শহরে অবাধ প্রবেশাধিকার চেয়ে আন্দোলন করছিলেন অটোরিকশাচালকরা। এর আগে চাষাঢ়ায় সড়ক অবরোধ ও নগরভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেছে অটোরিকশাচালকরা। সোমবার দুপুরে এর জেরেই অটোচালকরা নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালায় তারা।

হামলায় আহত ছাত্ররা জানান, তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি করপোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিকশাচালকরা তাদের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করেন।

তারা আরও জানান, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, এর আগেও বিভিন্ন সময় অটোরিকশাচালকদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। আজকের এ ন্যক্কারজনক হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি করপোরেশনের স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেন বাংলানিউজকে জানান, কোনো ধরনের উসকানি ছাড়াই এ হামলা করেন হামলাকারীরা। তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের কর্মকর্তা ও কর্মচারী, ছাত্র প্রতিনিধিদের গুরুতর আহত করেন।

এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।