ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডলার গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মে ১৩, ২০২৫
নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডলার গ্রেপ্তার ইসতিয়াক আহমেদ ডলার

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্বনির্ভর সমবায় সমিতির (ইউসিসিএ) সভাপতি অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা শহরের বঙ্গজল এলাকার ইউসিসিএ কার্যালয় চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ডলার নাটোর শহরের হাফরাস্তা এলাকার মৃত সোনা প্রামাণিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ডলারকে আটক করা হয়। গত বছর ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।