রংপুর: দুদকের করা অর্থ পাচারের মামলায় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দুলু বিএনপির লালমনিরহাট সদর আসনের সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (১৩ মে) রংপুরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় দেন।
রংপুরে দুদকের (দুর্নীতি দমন কমিশন) করা মামলায় ১৫ বছর পর তিনি আদালত থেকে খালাস পেলেন।
২০১০ সালে তার নামে অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইনে মামলাটি করা হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী হারুন উর রশিদ।
আদালতের রায়ে বলা হয়, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু মঙ্গলবার নির্ধারিত দিনে আদালতে হাজির হন। এসময় আদালতের বিচারক নথি পর্যালোচনা করে দেখেন, রাষ্ট্রপক্ষ মামলায় দীর্ঘ ১৫ বছরের শুনানিতে তার নামে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি। এরপর বিচারক তাকে বেকসুর খালাস দেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তার পক্ষের আইনজীবীরা এবং বিএনপি নেতাকর্মী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। আমি কখনো অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। কখনো মিথ্যা দিয়ে সত্যকে পরাজিত করা যায় না। যা সত্য তা একদিন সূর্যের আলোর মতো আলোকিত হয়ে জ্বলবে। মিথ্যা যুগে যুগে পরাজিত হয়, তা আজকের এ ন্যায়বিচারের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে আমাকে এ মিথ্যার গ্লানি নিয়ে আদালতে বার বার হাজির হতে হয়েছে। আজ তার অবসান হলো।
এসআই