ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

হবিগঞ্জের আ. লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৯, মে ১৪, ২০২৫
হবিগঞ্জের  আ. লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিলেট: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (১৩ মে) রাত ১০টার দিকে নগরের লামাবাজার মদন মোহন কলেজ সংলগ্ন ফাতেমা রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

 

নির্মলেন্দু নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

প্রত্যক্ষদর্শীদের জানান, রাত ১০টার দিকে ফাতেমার রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান নির্মলেন্দু। এ সময় কয়েকজন যুবক তাকে ধরে টানাহেঁচড়া শুরু করে।  গণপিটুনি দিয়ে মদন মোহন কলেজ প্রাঙ্গণের নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে লামাবাজার ফাঁড়ি ইনচার্জ (এসআই) আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, জনতার হাতে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া হবিগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না খতিয়ে দেখা হবে।  

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।