ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

জেমসের কনসার্টে ফোন চুরির হিড়িক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মে ১৪, ২০২৫
জেমসের কনসার্টে ফোন চুরির হিড়িক

টাঙ্গাইল: টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নগর বাউল জেমসের কনসার্টে যেন মোবাইল ফোন চুরির হিড়িক পড়েছে।  

এসময় চুরি থেকে রেহাই পাননি গণমাধ্যম কর্মীরাও।

 

মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে কনসার্ট হয়।  

এছাড়া কনসার্টে যাওয়া কয়েকজন নারীকে যৌন হয়রানি করারও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। এ নিয়ে জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

মোবাইল চুরির ঘটনায় বুধবার সকাল পর্যন্ত কমপক্ষে ৬০ জন থানায় জিডি করেছেন।

এদিকে অনেক গণমাধ্যম কর্মীরা আয়োজক কমিটির বাঁধার কারণে স্টেডিয়ামে ঢুকতে পারেননি।  

জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এ চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।  

মঙ্গলবার সন্ধ্যায় চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি থেকে ট্রফি উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির ও আয়োজক কমিটির নেতরা উপস্থিত ছিলেন।  

পরে রাত ৯টার দিকে জেমস মঞ্চে ওঠেন। বিভিন্ন গান পরিবেশ করে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। এসময় স্টেডিয়াম কাণায় কাণায় পূর্ণ হয়ে ওঠে। এদিকে কনসার্ট চলাকালে কয়েকশ’ মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এর মধ্যে এনটিভি ডিজিটালের সদর ও মির্জাপুর প্রতিনিধির মোবাইল ফোনও চুরি হয়েছে।  

জেমসের কনসার্টে উপলক্ষে বিকেল থেকেই ঢল নামে টাঙ্গাইল স্টেডিয়ামে।  

এনটিভির অনলাইন প্রতিনিধি নাঈম খান রাব্বি বলেন, পেশাগত কাজের জন্য গিয়েছিলাম। কিন্তু কনসার্টে আমার মোবাইল ফোন চুরি হয়েছে। আমার ভাগ্নেরও ফোন হারিয়েছে।  

টাঙ্গাইলের ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক বলেন, পেশাগত দায়িত্ব পালন করার জন্য সাংবাদিক হিসেবে ভিআইপি গেটে দিয়ে প্রবেশ করতে গিয়ে ফিরে এসেছি। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক।

প্রিন্স কাব্য নামের একজন বলেন, স্টেডিয়ামে জেমসের কনসার্টে যাচ্ছিলাম। স্টেডিয়ামের ভেতরে ঢুকতেই হঠাৎ করে কয়েকজন ইচ্ছে করেই ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি শুরু করে। ভিড়ের মধ্যেই একজন আমার পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। আমি থানায় গিয়ে জিডি করেছি। কিন্তু চমক হলো, থানায় গিয়ে দেখি ৫০ জনেরও বেশি মানুষ আসছে মোবাইল ফোন হারানোর জিডি করতে।  

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন ছিল৷ মোবাইল ফোন চুরির অভিযোগে এখনও পর্যন্ত ৬০ জন জিডি করেছেন।  

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বাংলানিউজকে জানান, সম্প্রতি বিএনপির সম্মেলনে অন্তত ৩০টি মোবাইল চুরি হয়েছিল। একইভাবে জেমসের কনসার্টেও অন্তত ৩ থেকে ৪শ মোবাইল চুরি হয়েছে। এর মধ্যে বিএনপির কয়েকজন নেতাকর্মীরও মোবাইল রয়েছে। তবে শ্লীলতাহানির বিষয়টি তিনি জানেন না।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।