ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মাদারগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, মে ১৭, ২০২৫
মাদারগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু সংগৃহীত ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মো. হাশেম আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গুনারীতলা ইউনিয়নের ধুলৌড়ি এলাকার মণ্ডল ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাশেম আলী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। জীবিকার তাগিদে সে ঘোড়ার গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকায় ধান পরিবহনের কাজ করত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নে ঘোড়ার গাড়িতে ধান পরিবহনের কাজ করতে এসেছিলেন হাশেমসহ কয়েকজন। দুপুরের দিকে তারা একটি কৃষকের জমি থেকে ধান বোঝাই করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় কালবৈশাখী ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পাশের একটি আম গাছের নিচে অবস্থান নেন। ঠিক তখনই বজ্রপাতে হাশেম আলী অচেতন হয়ে পড়ে। পরে সঙ্গীরা তাকে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই হাশেমের মৃত্যু হয়েছিল। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।