যশোরস্থ-৪৯ বিজিবির কয়েকটি ইউনিটের সদস্যরা সীমান্তবর্তী বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে দুই কোটি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশ’ টাকার ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে।
সোমবার (১৯ মে) মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধারের তালিকায় রয়েছে ফেনসিডিল, মদ, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চলাইট, পানমশলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, চকলেট, সিএনজি, ওষুধ এবং কসমেটিকস।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল ও হিজলী বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্টর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
তিনি জানান, সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এটি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএ