যশোর: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা যশোরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ প্রক্রিয়ায় আসা প্রায় ৪২ লাখ টাকা মূল্যের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছেন।
শুক্রবার (২৩ মে) রাতে যশোর ৪৯ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ্ সিদ্দিকী।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, থ্রি-পিস, কসমেটিকস, চকলেট, জিরা, কিসমিস, ফুসকা, কাজু বাদাম,পান মসলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং মদ ও ফেনসিডিল।
বেনাপোল বিওপি, মাসিলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৯২ হাজার ৫১০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্তে মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ