ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

সারাদেশ

বিলাসবহুল গাড়ি মিলল কুষ্টিয়ায়, সাবেক এমপি আনারের কি না চলছে তদন্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, জুন ১০, ২০২৫
বিলাসবহুল গাড়ি মিলল কুষ্টিয়ায়, সাবেক এমপি আনারের কি না চলছে তদন্ত

কুষ্টিয়া: কুষ্টিয়ার একটি বহুতল ভবনের পার্কিং জোনে ল্যান্ড ক্রজার প্রাডো ব্যান্ডের একটি বিলাসবহুল দামি গাড়ি পাওয়া গেছে।

পুলিশের ধারণা, গাড়িটি ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের।

কারণ গাড়িটির রেজিস্ট্রেশনের কাগজপত্রে মালিকানা রয়েছে আনারের। তবে গাড়িটি কুষ্টিয়ায় এলো কীভাবে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

সোমবার (০৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি বহুতল ভবন “সাফিনা টাওয়ার” এর পার্কিং জোন থেকে গাড়িটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
এসময় গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো রঙের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০। আনোয়ারুল আজীম আনার

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ারের গ্যারেজে এমন খবরে ভিড় করেন লোকজন। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গাড়ি থেকে যেসব কাগজপত্র উদ্ধার করেছে, তার মধ্যে সংসদ সদস্যের স্টিকার রয়েছে। এ গাড়ির চালক শান্ত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলীর গাড়িচালক ছিলেন এক সময়। তিনিই গাড়ি থেকে কাগজপত্র ও স্টিকার দেন পুলিশকে। গাড়ির কাগজপত্র দেখে বোঝা যায় যে গাড়ির মালিক ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বাসার কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন, জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় বাসা ভাড়া নিয়েছে। সেখানে ফরেনাররা আসেন, থাকেন এবং খাওয়া-দাওয়া করেন। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন। জেনুইন লিফ কোম্পানির বেলাল স্যার জিএম আর জাহিদ স্যার সিইও। এর বেশি আমরা কিছুই জানি না।

গাড়িচালক শান্ত বলেন, আমি জেনুইন লিফ কোম্পানির গাড়িচালক হিসেবে চাকরি করি। জিএম স্যার বেলাল ও সিইও জাহিদ স্যারের গাড়ি চালাই। তারা দুজন আমাকে চাবি দিয়ে গাড়ি স্টার্ট দিতে বলেন। জেনুইন লিফ টোব্যাকোর বেলাল ও জাহিদ স্যারের হুকুমে আমি স্টার্ট দিয়েছি। গাড়ির মালিক কে, তা আমি জানি না। বেলাল স্যার আর জাহিদ স্যার সব কিছু জানেন। তাদের হুকুমে গাড়ি স্টার্ট দিয়েছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানা পত্রে আনোয়ারুল আজীম আনারের নাম উল্লেখ রয়েছে। সাফিনা টাওয়ারের ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নেন। গাড়িটি বর্তমানে মুস্তাফিজুর রহমানের পার্কিং স্পেসে রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভাড়া নিয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমান কুষ্টিয়ার দশ মাইল এলাকায় অবস্থিত ‘তারা টোবাকো’ নামক একটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার।

গোয়েন্দো পুলিশের একটি সূত্র জানায়, টারা টোবাকোর মালিক লিটন হচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ব্যবসায়ী পার্টনার। গাড়িটি নওফেলের স্ত্রীর কাছে ছিল। বিজনেসের কাজ দেখিয়ে নওফেলের কাছ থেকে লিটন গাড়িটি নেন। লিটন কুষ্টিয়ার দৌলতপুরের হাবলু মোল্লার ছত্রছায়ায় এখানে ব্যবসা করেন। এদিকে জেনুইন টোবাকোর মালিক এবং টারা টোবাকোর মালিকের বাড়ি চট্টগ্রামে। ভেড়ামারায় জাকির জোয়ার্দার নামে এক ব্যক্তির ছত্রছায়ায় কুষ্টিয়ায় তামাকের ব্যবসা করে জেনুইন কোম্পানি। তবে এ দুটি প্রতিষ্ঠানই কুষ্টিয়া থেকে তামাক কিনে চট্টগ্রামে অবৈধভাবে ব্যান্ডরোল জালিয়াতি করে সিগারেট তৈরি করতো, যা ৫ আগস্টের পর থেকে বন্ধ রয়েছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।