গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- আজাদ মণ্ডল, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা সবাই গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকার বাসিন্দা।
ওসি বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজন ও জব্দকৃত অস্ত্র-সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৪ জুলাই) রাতে পৌর শহরের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে স্থানীয় জনৈক আজাদ মণ্ডলের ‘ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’ অফিস-বাড়ির মাটি খুঁড়ে দেশীয় অস্ত্রের একটি গোপন ভাণ্ডার আবিষ্কৃত হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানটির নেতৃত্বে ছিলেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম। অভিযানে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৩৬টি রামদা, চারটি চাইনিজ কুড়াল, একটি খেলনা পিস্তল, নয়টি মোবাইলফোন, একটি টি ল্যাপটপ, ৩৭টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬ হাজার ৪৫৮ টাকা।
স্থানীয়রা জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।
এসআরএস