মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও চালের মূল্য তালিকা হালনাগাদ না রাখার অভিযোগে লক্ষ্মীপুরে চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা যায়, চালের মূল্য তালিকা হালনাগাদ না রাখায় জেলা শহরের মেসার্স নুরুল ইসলাম কাজীকে আট হাজার ও মেসার্স আবু তাহের ট্রেডার্সের আবু তাহেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এ তথ্য নিশ্চিত করে বলেন, চাল ও কৃষি উপকরণসহ প্রতিটি খাতে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।
এসআরএস