নওগাঁর মান্দা উপজেলার ঘাটকৈর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রমেন পাহান ওরফে কোকা (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) মান্দা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এতথ্য জানান।
নিহত রমেন পাহান ঘাটকৈর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে ঘাটকৈর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ফেরিঘাট-নিয়ামতপুর সড়ক পার হচ্ছিলেন রমেন পাহান। এ সময় ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআরএস