মাগুরা: যথাযথ মর্যাদায় মাগুরায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং জেলার শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
জুলাই গণঅভ্যুত্থানে মাগুরা জেলায় দশজন শহীদ হয়েছেন। তাদের মধ্যে চারজনই সদর উপজেলার।
জেলা প্রশাসক সভায় বলেন, জুলাই শহীদদের দুই দফায় সরকারিভাবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রথম ধাপে আর্থিক সহযোগিতা প্রদান করার পর দ্বিতীয় ধাপে সঞ্চয়পত্র হিসেবে দশ লাখ টাকা করে প্রদান করা হয়েছে প্রত্যেক শহীদ পরিবারকে।
তিনি আরও বলেন, তৃতীয় পর্যায়ে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করার ক্ষেত্রে সকল প্রকার কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শহীদ পরিবার এবং আহত পরিবারকে মাসিক একটি ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা রোডের পাশে একটি শহীদ স্মৃতিস্তম্ভেও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেখানে অচিরেই কাজ শুরু হবে।
পাশাপাশি জুলাই আগস্টেও সকল শহীদের কবর সরকারিভাবে সংরক্ষণ করা হবে।
এসএইচ