ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

সারাদেশ

মানিকগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আ. লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, জুলাই ২৩, ২০২৫
মানিকগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আ. লীগ নেতার মৃত্যু ফাইল ফটো

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে দিকে কারাগার থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা যায়, জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ভাস্কর শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন বাবুল হোসেন।  গত চার মাস ধরে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, বাবুল হোসেন কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।