মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে দিকে কারাগার থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ভাস্কর শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন বাবুল হোসেন। গত চার মাস ধরে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, বাবুল হোসেন কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জেএইচ