ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

সারাদেশ

কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, জুলাই ২৪, ২০২৫
কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত গোপালগঞ্জের মানচিত্র

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার হেলপার।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম জামাল মোল্লা (৩২)। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আহত আনিস গোপালগঞ্জ সদর উপ‌জেলার ডুমরাশুর গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে পু‌লিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, ট্রাকটি মাছ বহনের খালি বক্স নিয়ে সিলেট থেকে মোল্লাহাটের দিকে যাচ্ছিল। প‌থে ফুকরা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জামাল মোল্লা মারা যান। এসময় আহত হন হেলপার আনিস। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস‌্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।