গাজীপুর: গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাওজোর এলাকায় হর্টিকালচার নার্সারির সামনে হেঁটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন ওই যুবক। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২২/২৩ বছর হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি শামসুজ্জামান জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/এসআই