ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

রায়পুরায় ৭০ বস্তা সার জব্দ, জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, আগস্ট ৩১, ২০২৫
রায়পুরায় ৭০ বস্তা সার জব্দ, জরিমানা  ভ্রাম্যমাণ আদালত

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিত সার বিক্রয়ের দায়ে ছয় দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৭০ বস্তা সার জব্দ করা হয়।

জব্দকৃত সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জঙ্গা শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

অভিযান প্রসঙ্গে ইউএনও মাসুদ রানা বলেন, অনেক খুচরা ব্যবসায়ী অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন সার বিক্রি করছে-এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৭০ বস্তা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানা। এছাড়াও রায়পুরা থানা পুলিশ, সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।