নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডের ২৪টি কারখানার সব কার্যক্রম বুধবার (৩ সেপ্টেম্বর) বন্ধ রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বেপজা কর্তৃপক্ষ কারখানাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
বাপজার নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পরিস্থিতি দেখে বৃহস্পতিবার কারখানাগুলো খোলা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্ৰিন নামে একটি কোম্পানিতে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দুদিন ধরে আন্দোলন করছিলেন শ্রমিকরা। গত সোমবার রাতে হঠাৎ কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে এভারগ্রিন কারখানার শ্রমিকরা ওই নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
সকাল ৯টার দিকে তাদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়।
সংঘর্ষে হাবিব (২১) নামে এক শ্রমিক নিহত হন। আহত হন আট শ্রমিক। হাবিব ইকু প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
এসআই