ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আসন বিন্যাসের প্রতিবাদ

ফরিদপুরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, সেপ্টেম্বর ৫, ২০২৫
ফরিদপুরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে এ এলাকার মানুষ।  

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে হাইওয়ে এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে প্রতিবাদ করেন স্থানীয়রা।

এতে দক্ষিণাঞ্চলের অন্তত ১৬টি জেলার যানবাহন আটকা পড়েছে।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া স্থানীয়রা জানায়, প্রিয় ইউনিয়নকে বিচ্ছিন্ন করে তাদের মা-মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এ ঘটনা তারা কোনোভাবেই মানবেন না। তাদের দাবি, পুনরায় সংশ্লিষ্ট ইউনিয়নকে ভাঙ্গা উপজেলার আওতায় ফিরিয়ে আনা হোক। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, সকাল ৮টা থেকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের দুটি পয়েন্ট পুখুরিয়া বাসস্ট্যান্ড ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এ ছাড়া মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা।  

তিনি আরও জানান, ভাঙ্গার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফুঁসে উঠেছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না, আন্দোলন চালিয়ে যাবেন।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ