ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভাঙ্গা বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে দুই দফায় মহাসড়ক অবরোধ, ৩ দিনের আলটিমেটাম 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, সেপ্টেম্বর ৫, ২০২৫
ভাঙ্গা বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে দুই দফায় মহাসড়ক অবরোধ, ৩ দিনের আলটিমেটাম 

ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্নির্ধারণ করতে গিয়ে ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে দুই দফায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে আসন পুনঃনির্ধারণে তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন তারা।

 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ শুরু হয়। সকাল ৯টার মধ্যে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, মাধবপুর ও পুকুরিয়া এলাকায় শত শত মানুষ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।  

প্রশাসনের অনুরোধে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর জুমার নামাজ শেষে আলগী ইউনিয়নে জনগণ স্থানীয় একটি কলেজ মাঠে সমাবেশ করে বিকেল ৩টা থেকে আবারো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবরোধের কারণে ঢাকা থেকে প্রায় ২১টি জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ নিয়ে প্রত্যক্ষদর্শী সিএনএন বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্নির্ধারণ করতে গিয়ে ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে দল-মত নির্বিশেষে ভাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

প্রথমে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরবর্তীতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকে। এতে করে হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের কারণে ভাদ্রের এই কাঠফাটা গরমে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।  

তিনি বলেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন। তিন দিনের মধ্যে আসন পুনর্নির্ধারণ না হলে তারা বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আন্দোলন গড়ে তুলবেন বলেও জানিয়েছেন।

এই কর্মসূচিতে ভাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে স্লোগান দিতে থাকেন, ‘আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গার সঙ্গেই থাকতে চাই’ বলেও তিনি উল্লেখ করেন।  

ভাঙ্গা মোড় অবরোধের ফলে শত শত বাস প্রাইভেট কার, বিদেশে যাওয়ার ফ্লাইট ধরার উদ্দেশ্যে রওনা দেওয়া গাড়ি আটকে পড়ে। দায়িত্ব পালনরত একজন পুলিশ  কর্মকর্তা বলেন, এখানে পুলিশের কিছু করার নেই। স্থানীয় প্রশাসনসহ সচিব পর্যন্ত এ খবর পৌঁছে গেছে। তারা উদ্যোগ না নিলে পুলিশ বা সেনাবাহিনীর কিছু করার নেই।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ফরিদপুরের দুটি আসনের সীমানা পরিবর্তন করা হয়। এর মধ্যে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের পরই ভাঙ্গা উপজেলার বাসিন্দারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।