ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, সেপ্টেম্বর ১১, ২০২৫
‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’ সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রকল্প

নীলফামারী: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) শেখ মইনউদ্দিন বলেছেন, নীলফামারীর সৈয়দপুর রেলকারখানায় দেশের প্রতিটি রুটে চলাচলকারী ট্রেনের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তাই কারখানাটিতে আসা কোচের রক্ষণাবেক্ষণ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রকল্পটির বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ মইনউদ্দিন বলেন, ভারতের অর্থায়নে আগে এখানে যে নতুন ক্যারেজ কারখানা হওয়ার কথা ছিল, সেই প্রকল্পটির কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্প্রিংসহ আরও কিছু কাঁচামাল ও কারখানায় জনবল সংকটের বিষয়টি নিয়ে আমি অবগত আছি। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে যে জটিলতা রয়েছে, সেটি নিয়েও ইতোমধ্যে আলোচনা হয়েছে। এসব বিষয়ে সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ মাসুম, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ, রেলকারখানার কার্যব্যবস্থাপক মমতাজুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।