ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মায়ের ঘুমের ফাঁকেই ক্লিনিক থেকে নবজাতক চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, সেপ্টেম্বর ১৫, ২০২৫
মায়ের ঘুমের ফাঁকেই ক্লিনিক থেকে নবজাতক চুরি

খুলনা: খুলনার ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে ৪ দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর রূপসা ট্র্যাফিক মোড়ে অবস্থিত হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে।

মোংলার সিগন্যাল রোডের বাসিন্দা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির ছেলে।

বাঁক রুদ্ধ নবজাতকের মা-বাবা বাংলানিউজকে বলেন, আমাদের আগে ২টি সন্তান মারা গেছে। এবার আল্লাহ একটি ছেলে দিলো তাও চোরে নিয়ে গেলো।

তারা প্রশাসনকে দ্রুত নবজাতককে খুঁজে বের করার দাবি জানান।

নবজাতকের আত্মীয়-স্বজনরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাচ্চার মা ফারজানা ঘুমিয়ে পড়েন। অপরপাশের বেডে নবজাতক তার নানিসহ ঘুম ছিলো। ঘুম ভেঙে তারা আর নবজাতককে দেখতে পাননি। তৃতীয় তলা থেকে নবজাতককে চুরি করে নিয়ে গেছে। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে এক শিশুকে ঢেকে নিয়ে যাচ্ছে। ওই নারী কাকে নিয়ে যাচ্ছে সেটি স্পষ্ট নয়। তবে তাদের সন্দেহের তীর ওই নারীর দিকে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ড্যাপস্ হসপিটালে মায়ের কাছ থেকে এক শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না- এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষে জানিয়েছে, শিশু উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে।

 

এমআরএম

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।