ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ক্লিনিক থেকে চুরি হওয়া সেই নবজাতক সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, সেপ্টেম্বর ১৫, ২০২৫
ক্লিনিক থেকে চুরি হওয়া সেই নবজাতক সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার

খুলনা: খুলনার ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে চুরি হওয়া ৪ দিনের নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর মহানগরীর রূপসা ইস্পাহানী গলি থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, চুরির পর সাড়াশি অভিযানে রূপসা ট্রাফিক মোড় থেকে একটু সামনে ইস্পাহানী গলি থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ বলেন, সিসি টিভি ফুটেজে দেখে সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশের ত্বরিত অভিযানে দ্রুত নবজাতককে উদ্ধার করা সম্ভব হলো।

এর আগে দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতটি চুরি হয়।

নবজাতকের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) নগরীর ড্যাপস হসপিটালে বাগেরহাটের মোংলার সিগন্যাল রোড়ের বাসিন্দা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির ছেলে সন্তানের জন্ম হয়।

 

এমআরএম

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।