ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশে ফিরে এবাদত লিখলেন, ‘দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
দেশে ফিরে এবাদত লিখলেন, ‘দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন’

বাংলাদেশ দলের জন্য বড় দুঃসংবাদই এসেছিল এশিয়া কাপের আগ মুহূর্তে। লিগামেন্টের ইনজুরিতে পড়েন পেস আক্রমণের অন্যতম মূল অস্ত্র এবাদত হোসেন।

তাতে এশিয়া কাপ তো বটেই, ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেও। যদিও সেটি আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি।  

তবে এবাদতের হাঁটুতে অস্ত্রোপচার করাতে লন্ডনে পাঠানো হয়। অস্ত্রোপাচারের পর প্রাথমিক পুনর্বাসন শেষে আজ (বুধবার) দেশে ফিরছেন তিনি। এখনও অবশ্য তাকে অন্তত কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।

বিমানে বসা দুটি ছবি দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এবাদত লিখেছেন, ‘দুঃখ ও সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে আসে। আলহামদুলিল্লাহ...। অস্ত্রোপচার শেষে দেশে যাচ্ছি..আমার জন্য দোয়া করবেন, দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন। ’ 

আফগানিস্তানের বিপক্ষে অগাস্টে দ্বিতীয় ওয়ানডে খেলতে গিয়ে চোট পান এবাদত। পরে দেশে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। নেটে ছোট রান আপে বোলিংও করেন তিনি। কিন্তু এরপর জানা যায়, অস্ত্রোপচার প্রয়োজন হবে তার। শেষ হয়ে যায় বিশ্বকাপ স্বপ্নও।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।