ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্রিটিশ নাগরিকের হাতব্যাগ খুঁজে দিল পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
ব্রিটিশ নাগরিকের হাতব্যাগ খুঁজে দিল পুলিশ ...

চট্টগ্রাম: সিএনজি অটোরিকশায় ব্রিটিশ নাগরিকের ফেলে যাওয়া হাতব্যাগ দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

ওই হাতব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজি অটোরিকশা নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যাওয়ার পর হাতব্যাগ হারান দুই ব্রিটিশ নাগরিক।

তারা হলেন- আন্দরকিল্লা আহসান মঞ্জিলের বাসিন্দা মৃত আবু জাফরের কন্যা তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী চন্দনাইশের জাফরাবাদ এলাকার মৃত আমিন শরীফের ছেলে মো. ওয়াসিউর রহমান (৮৪)।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, ভুলবশতঃ হাতব্যাগটি সিএনজি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন দুই ব্রিটিশ নাগরিক। তারা সেই অটোরিকশা খুঁজে না পেয়ে কোতোয়ালী থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাই-কমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেন।

কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ সিএনজি অটোরিকশাটি সনাক্ত করে। তথ্য প্রযুক্তির সহায়তায় এদিন রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, ব্রিটিশ নাগরিকরা থানায় এসে তাদের হারিয়ে যাওয়া পাসপোর্ট, নগদ টাকা, ব্যাংকের চেক বই, মোবাইল সেট এবং অন্যান্য জিনিসপত্র অক্ষত অবস্থায় পেয়ে খুশি হন। হাতব্যাগটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।