ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়েতে বন্দুক চালিয়ে পলাতক নববধূ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
বিয়েতে বন্দুক চালিয়ে পলাতক নববধূ

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে এক নারীর খোঁজ করছে স্থানীয় পুলিশ। ওই নারী তার নিজের বিয়েতে উদযাপনের জন্য গুলি করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ওই নারী বরের পাশে বসে চার রাউন্ড গুলি চালিয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ওই নারী নিখোঁজ রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

উত্তর ভারতের অনেক রাজ্যে বন্দুক চালিয়ে বিয়ে উদযাপন করা হয়। অনেক সময় এই বন্দুকের গুলিতেই কেউ আহত এবং এমনকি মৃত্যুও ঘটে।

ভারতীয় আইন অনুসারে, যদি কেউ উদযাপনের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অন্যদের বিপদে ফেলে, তার জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে।

২০১৬ সালে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি আদালত ‘উদযাপনের গুলি চালানো’র প্রতিটি ঘটনা পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন।

টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্র বলছে, নববধূর ভিডিওটি এক আত্মীয় রেকর্ড করেছিলেন। সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন।

পুলিশ সংবাদমাধ্যমকে বলেছে, গ্রেপ্তার এড়াতে ওই নববধূ পালিয়ে গেছেন।

গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি ভাইরাল ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, এক নববধূর মুখের কাছে ঝকঝকে একটি বন্দুকের নল। যখন কিনা তিনি এবং তার স্বামী বিয়ের ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন।

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।