ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পারমাণবিক আলোচনায় ‘আগ্রাসী’ অবস্থানে ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, জুন ১১, ২০২৫
পারমাণবিক আলোচনায় ‘আগ্রাসী’ অবস্থানে ইরান: ট্রাম্প

চলমান পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের অবস্থান আরও আগ্রাসী হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এর আগের দিন হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান কঠিন এক আলোচক। তিনি স্পষ্ট জানান, তেহরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না।

গত মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে একটি খসড়া পারমাণবিক চুক্তি প্রস্তাব পাঠানো হয়, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ করার কথা বলা হয়। তবে ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা কোনো ছাড় দেবে না।

খুব শিগগিরই তেহরান যুক্তরাষ্ট্রকে পাল্টা একটি প্রস্তাব পাঠাবে বলে জানিয়েছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা আয়োজনের প্রস্তুতিও চলছে।

এমন পরিস্থিতিতে দখলদার ইসরায়েল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যেই সে নির্দেশ দেওয়ার প্রস্তুতিতে আছেন বলেও গুঞ্জন রয়েছে।

ইসরায়েলের এমন হুমকির মধ্যেই তিনদিন আগে ইরান দাবি করেছে, তারা দখলদারদের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত কয়েক হাজার নথি সংগ্রহ করেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ফক্স নিউজ

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।