ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে সিরিয়া-লেবাননের শান্তি আলোচনা চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০
ইসরায়েলের সঙ্গে সিরিয়া-লেবাননের শান্তি আলোচনা চায় যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: ইসরায়েল সঙ্গে সিরিয়া ও লেবাননের শান্তি আলোচনা শুরু করার ব্যাপারে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক জর্জ মিশেল। তিনি মঙ্গলবার ওয়াশিংটনে এ কথা বলেন।



১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েল গঠনের পর থেকে এর প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে স্থায়ীভাবে সংঘাত লেগেই রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক মিশেল বলেন, ‘সিরিয়াকে সম্মান করে বলছি, সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার আয়োজনের চেষ্টা করে যাব আমরা। একইসঙ্গে লেবাননের সঙ্গেও শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হবে। ’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে অনুষ্ঠেয় শান্তি আলোচনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

সিরিয়া এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের বিভিন্ন সময় সহিংসতার ঘটনা ঘটেছে।  

উল্লেখ্য, ২০০৬ সালে ৩৪ দিনব্যাপী ইসরায়েল-হিজবোল্লাহ যুদ্ধে ১২০০ লেবাননের নাগরিক নিহত হয়েছে। এদের বেশির ভাগ বেসামরিক নাগরিক। একই ঘটনায় ১৬০ জনের বেশি ইসরায়েলের নাগরিক নিহত হয়েছে ও এদের বেশির ভাগই সেনাসদস্য।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।