ওয়াশিংটন/বাগদাদ: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ইরাকে সাত বছরের মার্কিন অভিযানের সমাপ্তি ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি মার্কিন অর্থনীতির পুনরুদ্ধার তার প্রধান দায়িত্ব বলে মন্দার কারণে দুশ্চিন্তিত মার্কিনিদের আশ্বস্ত করেন।
২০০৮ সালের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ইরাক যুদ্ধের সমাপ্তি টানলেন বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে ইরাকি জনগণ এখন তাদের দেশের নিরাপত্তার দায়িত্ব নিতে সক্ষম বলেও ঘোষণা দেন ওবামা।
২০০৩ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যে ডেস্ক থেকে ইরাক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছিলেন ওভাল কার্যালয়ের ওই ডেস্ক থেকেই ওবামা বলেন, ‘পট পরিবর্তনের এখনই সঠিক সময়। ’
তবে ‘জরুরি ভিত্তিতে’ এগিয়ে যাওয়ার জন্য ইরাকি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। তিনি বলেন, ‘আমাদের অভিযান শেষ হচ্ছে। কিন্তু ইরাকের ভবিষৎ সম্পর্কে আমাদের অঙ্গীকার এখনও বজায় আছে। ’
ইরাকি সেনাদের প্রশিক্ষণ, পরামর্শ ও সমর্থন দেওয়ার জন্য ইরাকে এখন মাত্র ৫০ হাজার মার্কিন সেনা অবশিষ্ট আছে। তবে ২০১১ সালের মধ্যে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করা হবে বলে প্রেসিডেন্ট বারাক ওবামা অঙ্গীকার করেন।
এদিকে ইরাকে সেনা অভিযান বন্ধ করে দেশের ৯ দশমিক ৫ শতাংশ কর্মসংস্থানের সমস্যা দূর করার উপর জোর দেন ওবামা। তিনি বলেন, ‘যুদ্ধে আমরা কোটি কোটি ডলার ব্যয় করেছি। এমনকি প্রায়ই অন্য দেশ থেকে অর্থ সাহায্য নিয়েছি। এখন আমাদের নিজেদের জনগণের জন্য বিনিয়োগ করার এবং রেকর্ড পরিমাণ ঘাটতি দূর করার সময়। ’
উল্লেখ্য, বেকারত্বের ভয়াবহ এ উচ্চমাত্রা ২ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেটিক দলের শাসনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০