ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে যুদ্ধ শেষ হয়েছে: গেটস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০
ইরাকে যুদ্ধ শেষ হয়েছে: গেটস

ক্যাম্প রামাদি: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস বুধবার আকস্মিক সফরে ইরাক গেছেন। সেখানে তিনি মার্কিন সেনাদের উদ্দ্যেশে বলেছেন মার্কিন সেনাবাহিনীর ইরাক যুদ্ধ শেষ হয়েছে।



বাগদাদের ১০০ কিলোমিটার পশ্চিমে ক্যাম্প রামাদির মার্কিন সেনা ঘাটিতে সাংবাদিকদের প্রশ্নে জবাবে গেটস বলেন, ‘ইরাকে আমরা আর যুদ্ধ করছি না। কমবেট অভিযান শেষ হয়েছে। আমরা ইরাকি সরকারের সঙ্গে সন্ত্রাস বিরোধী কাজ করবো। ইতোমধ্যে আমরা বেশ কিছু প্রশিক্ষণ নিয়েছি এবং বিভিন্ন উপদেশ দিয়েছি। অর্থাৎ আমরা ইরাক অভিযানের শেষ প্রান্তে চলে এসেছি। ’

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কমবেট মিশনের সমাপ্তি ঘোষণা করেছে। বর্তমানে ইরাকে প্রশিক্ষণ ও উপদেষ্টা কাজে ৫০হাজার মার্কিন সেনা নিয়োজিত আছে।
 
গেটস বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জিও বাইডেনের সঙ্গে ইরাক পরিস্থিতি নিয়ে কথা বলবেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।