ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চার দশকে আমাজনের পানির উচ্চতা সবচেয়ে নিচে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
চার দশকে আমাজনের পানির উচ্চতা সবচেয়ে নিচে

লিমা: বিশ্বের সবচেয়ে বৃহৎ নদী আমাজনের পানির উচ্চতা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। এর ফলে পেরুর উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।



লোরেতা প্রদেশের সরকারি কর্মকর্তাদের মতে, ইকুইতোস শহরে আমাজনের পানির উচ্চতা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা থেকে ১০৫ দশমিক ৯৭ মিটার নিচে নেমে গেছে। চলতি বছরে ২০০৫ সালের তুলনায় ৫০ সেন্টিমিটার কমে গেছে। গত চর দশকে আমাজনের পানির উচ্চতা সবচেয়ে কমে যাওয়ার উদাহরণ এটি।

পানির উচ্চতা কমে যাওয়ার কারণে নৌ চলাচল হচ্ছে না। বন্দর ও পোতাশ্রয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে। অথচ ওই অঞ্চলে ভ্রমণের একমাত্র মাধ্যমই হচ্ছে আমাজন নদী। ফলে পেরুর ওই অঞ্চলে অর্থনীতি ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে।

আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক প্রধান রবার্তো ফ্যালকন জানান, গত তিন সপ্তাহে অন্তত তিনটি নৌযান নদীর মধ্যে আটকে পড়ে। বিভিন্ন নৌ কোম্পানি তাদের সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

তিনি আরও জানান, ইকুইতোস ও আমাজনের অন্যান্য শহরের মধ্যে নদীভ্রমণে ১২ থেকে ১৫ দিন সময় লাগার কথা। অথচ ওই সময়টা দ্বিগুণ হয়ে গেছে।

জাতীয় আবহাওয়া সেবাকেন্দ্র পূর্বাভাস করেছে, মধ্য সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ তাপমাত্রা ও অনাবৃষ্টির কারণে আমাজনের পানির উচ্চতা আরও ২০ সেন্টিমিটার কমে যাবে।

নীলনদের পর আমাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। তবে অন্য নদীগুলোর চেয়ে এটায় পানির পরিমাণ বেশি। এছাড়া, অন্য যে কোনো নদীর চেয়ে আমাজন সবচেয়ে বেশি ভূখণ্ডে প্রবাহিত হয়েছে। কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর, পেরু, পারাগুয়ে, ভেনেজুয়েলা, ব্রাজিল এবঙ আটলান্টিক মহাসাগরে এর প্রবাহ রয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।