বেইজিং: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউনান প্রদেশের ওয়ামা গ্রামে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে চার জন নিহত এবং ৫৭ জন নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
সরকার জানিয়েছে, বন্যা এবং এ সংক্রান্ত প্রাকৃতিক বিপর্যয় ও ভারী বর্ষণে চীনে এ বছর ২৩ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেড় কোটি মানুষ।
গত মাসে চীনের উত্তর-পশ্চিম গাংসু প্রদেশে ভূমিধসে কমপক্ষে ১৪৬৭ জন নিহত এবং ২৯৮ জন নিখোঁজ হয়েছেন।
এছাড়া, এই সপ্তাহে দেশজুড়ে ৩১৮৫ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত ১০৫০ জন নিখোঁজ ব্যক্তির তালিকা করা হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০