গুয়েতেমালা সিটি: মৌসুমি নিম্নচাপের প্রভাবে টানা ভারি বর্ষণে গুয়েতেমালা সিটিতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে। এদের বেশিরভাগই মহাসড়কের পাশে মাটিচাপা পড়ে মারা গেছেন বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট অ্যালভারো কোলোম দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
শনিবার ভূমিধসে একটি বাস মাটি চাপা পড়লে ১০ যাত্রী প্রাণ হারান। এছাড়া একটি বাড়ির ওপর মাটি ধসে পড়লে মারা যান আরও ৪ জন।
প্রেসিডেন্ট কোলোম দুর্গত এলাকা ঘুরে সাংবাদিকদের বলেন, ‘এখন সবকিছুই জরুরি ভিত্তিতে দেখা হচ্ছে। সপ্তাহব্যাপী অতিবর্ষণে দেশে ক্ষয়তির পরিমাণ সাড়ে ৩৫ থেকে ৫০ কোটি ডলার দাঁড়িয়েছে। ’
শনিবার দু’বার ভূমিধসের ঘটনা ঘটে। এর একটি ঘটে কেন্দ্রীয় চিমালটেনানগো শহরের একটি বাসের ওপর। এতে কমপে ১০ জন প্রাণ হারান। ২০জন আহত হন। অন্যটি ঘটে পশ্চিম কিউটজালটেনানগো শহরের একটি বাড়ির ওপর। এ সময় প্রাণ হারান আরও ৪ ব্যক্তি।
এদিকে, আবহাওয়াবিদরা সতর্ক বাণী উচ্চারণ করে বলেছেন আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় দেশে আবারও অতিবর্ষণের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০