ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে তিন পুলিশকে মুক্তি দিল মাওবাদীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০

পাটনা: লখিসরাই জেলা থেকে সাতদিন আগে অপহৃত বিহারের তিন পুলিশকে মুক্তি দিয়েছে মাওবাদী গেরিলারা। বিহার রাজ্যের পুলিশপ্রধান নীলমনি সোমবার সকালে এ তথ্য জানান।



তিনি বলেন, মুক্তি পাওয়া পুলিশ সদস্যরা নিরাপদ ও সুস্থ আছে। তাদের খুব তাড়াতাড়ি নিজ নিজ বাড়িতে পাঠানো হ্েব। খবর আইএএনএস’এর।

মুক্তি পাওয়া পুলিশ সদস্যরা হলেন, অভয় প্রসাদ যাদব, রুপেশ কুমার সিনহা ও এহসান খান। সোমবার সকালে লখিসরাই জেলার লাখো চক নামের এলাকায় সোমবার সকালে তাদের মুক্ত করে দেয় মাওবাদীরা। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

৩ সেপ্টেম্বর লখিসরাই জেলার বনাঞ্চল থেকে মাওবাদীদের হাতে একজন পুলিশ সদস্য নিহত হয়।

উল্লেখ্য, ২৯ আগস্ট মাওবাদী ও পুলিশের মধ্যে ৬ ঘণ্টা বন্দুক যুদ্ধের পর পুলিশ সদস্যদের অপহরণ করা হয়। এই ঘটনায় ৭ পুলিশ নিহত এবং ১০ জন আহত হয়েছেন। একইসঙ্গে একজন মাওবাদী নেতাও নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।