ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে বিয়ের নিয়মকানুন শিথিল করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
দুবাইয়ে বিয়ের নিয়মকানুন শিথিল করার নির্দেশ

দুবাই: দুবাইয়ের একটি আদালত বিভিন্ন দেশের মুসলিম নাগরিককে বিয়ে করার আইনের পক্ষে একটি রুল জারি করেছেন। পারিবারিক আদালতের সর্বোচ্চ বিচারক সালেম ওবায়েদ ওসমান সোমবার এ রুল জারি করেন।



এর আগে দুবাইতে গালফ সহযোগিতা পরিষদের বাইরের কোনো দেশের নাগরিককে বিয়ে করার অনুমতি ছিল না।

বিচারক তার রুলিংয়ে উল্লেখ করেন যে, এখন অনেক বেশি নাগরিক এ ধরনের বিয়ে করার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে।

বিচারক তার রুলিংয়ের ব্যাখ্যায় বলেন, বিয়ে করার বিষয়ে বিশেষ কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না। তবে দম্পতিকে অবশ্যই দুবাইয়ে বসবাস করতে হবে।

তিনি আরো বলেন, স্বামী-স্ত্রীর বয়স ১৮ বছরের নিচে কিংবা স্বামীর বয়স স্ত্রীর চেয়ে দ্বিগুণ হলে চিফ অব দ্য দুবাই কোর্টের বিশেষ অনুমতি নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।