ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ-কেরালা ধর্মঘটে অচল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
পশ্চিমবঙ্গ-কেরালা ধর্মঘটে অচল

কোলকাতা: দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও শ্রমবিমুখ নীতির প্রতিবাদে ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালা অচল হয়ে পড়েছে।

কমিউনিস্ট শাসিত পশ্চিমবঙ্গে স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ হয়ে যায়।

ওই রাজ্যের রাজধানী কোলকাতার রাস্তাঘাট জনমানবশূন্য হয়ে পড়ে। শহরের প্রায় ১০০টি ফাইট বাতিল করা হয়।

কোলকাতা শহরের পুলিশপ্রধান গৌতম মোহন চক্রবর্তী বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘অনভিপ্রেত ঘটনা এড়াতে শহর জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ’

দক্ষিনের রাজ্য কেরালার রাজধানী তিরুবানানথাপুরামে ইউনিয়নগুলো বিক্ষোভ-র‌্যালি করেছে। এই রাজ্যটিও কমিউনিস্টশাসিত।

সেন্টার অব ইন্ডিয়া ট্র্রেড ইউনিয়নের মহাসচিব এমএম লরেন্স বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘পুরো কেরালায় ধর্মঘট চলছে। প্রধান সব ইউনিয়নই এতে অংশ নিয়েছে। ’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের প্রণয়ন করা শ্রমবিমুখ নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ’

জীবন নির্বাহব্যয়ের ব্যাপারটি এ মুহূর্তে ভারতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। দুই মাস আগেই দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে প্রধান বিরোধী দল বিজেপি ভারত জুড়ে বিক্ষোভ করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।