কোলকাতা: দ্রব্যমূল্য বেড়ে যাওয়া ও শ্রমবিমুখ নীতির প্রতিবাদে ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘটে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালা অচল হয়ে পড়েছে।
কমিউনিস্ট শাসিত পশ্চিমবঙ্গে স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ হয়ে যায়।
কোলকাতা শহরের পুলিশপ্রধান গৌতম মোহন চক্রবর্তী বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘অনভিপ্রেত ঘটনা এড়াতে শহর জুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ’
দক্ষিনের রাজ্য কেরালার রাজধানী তিরুবানানথাপুরামে ইউনিয়নগুলো বিক্ষোভ-র্যালি করেছে। এই রাজ্যটিও কমিউনিস্টশাসিত।
সেন্টার অব ইন্ডিয়া ট্র্রেড ইউনিয়নের মহাসচিব এমএম লরেন্স বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘পুরো কেরালায় ধর্মঘট চলছে। প্রধান সব ইউনিয়নই এতে অংশ নিয়েছে। ’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের প্রণয়ন করা শ্রমবিমুখ নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। ’
জীবন নির্বাহব্যয়ের ব্যাপারটি এ মুহূর্তে ভারতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। দুই মাস আগেই দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার প্রতিবাদে প্রধান বিরোধী দল বিজেপি ভারত জুড়ে বিক্ষোভ করে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০