ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিনেছেন লাদেনের কাছে, বেচবেনও লাদেনের কাছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
কিনেছেন লাদেনের কাছে, বেচবেনও লাদেনের কাছে

জেরুজালেম: সন্ত্রাসী সংগঠন আল কায়দার প্রধান নেতা ওসামা বিন লাদেনের আগের বাড়িটি ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান মালিক।

জেরুজালেমে অবস্থিত বাড়িটির বর্তমান মালিক মুইন খৌড়ি বাড়িটি ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘লাদেন যদি চান, তাহলে আমি বাড়িটি তার কাছে বিক্রি করে দিতে রাজি আছি।

’  সোমবার তিনি এ ইচ্ছা সাংবাদিকদের কাছে প্রকাশ করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি একটি ঐতিহাসিক বাড়ি! কিন্তু, এতদিন আমি কারো কাছে এ কথা প্রকাশ করিনি। ’

তিনি বলেন, ‘ওসামা নিজে যদি কেনার প্রস্তাব দেন, তাহলে আমি তা অবশ্যই বিবেচনা করবো। কিন্তু অন্য কেউ এ প্রস্তাব দিলে তার কাছে আমি বিক্রি করবো না। ’

খৌড়ি বলেন, ‘বিন লাদেনের বাবা ১৯৪০ সালে সৌদি আরব থেকে জেরুজালেম চলে আসেন। তারপর তিনি এ বাড়িটি কিনে নেন। তিনি মাঝে মাঝে এখানে থাকতেন। এমনকী লাদেনও ১৯৬০ সালে বিভিন্ন উপলক্ষে এখানে সময় কাটিয়েছেন। ’

পরবর্তীতে বিভিন্ন সময় বাড়িটির মালিকানা পরিবর্তন হয়েছে। খৌড়ি সর্বশেষ বাড়িটির মালিকানা কিনে নেন। ৯/১১-এর টুইন টাওয়ারে হামলার পর বাড়িটি আলোচনায় আসে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।