ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা দ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, সেপ্টেম্বর ৮, ২০১০
ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা দ. কোরিয়ার

সিউল: ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। অবরোধ পরিকল্পনার অংশ হিসেবে ইরানের একটি ব্যাংককে দু’মাসের জন্য দেশটিতে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেয়া হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান। খবর এএফপি’র।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বুধবার বিকেলের দিকে অর্থনৈতিক অবরোধের ঘোষণা আসতে পারে।

ইয়োন হাপ সংবাদ সংস্থা জানায়, সিউল ব্যাংক মেলার্টের একটি শাখার ওপর দু’মাসের নিষেধাজ্ঞা জারি করতে পারে। শাখাটির বিরুদ্ধে অভিযোগ, ইরানের পারমাণু কর্মসূচি, মিসাইল ও নিরাপত্তা কর্মসূচিকে শক্তিশালী করতে  ব্যাংকটি লাখ লাখ ডলার সহযোগিতা দিয়েছে।

ব্যাংক মেলার্ট ইরানের সব চাইতে বড় ব্যাংক। ব্যাংকটি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাইরেও এর কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা রবার্ট ইনহর্ন দক্ষিণ কোরিয়ার ও ইরানের বিরেদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়ে নজর রাখছেন। গত আগষ্টে দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি পরমাণু কর্মসূচির জন্য ইরানকে শান্তি দিতে কোরিয়ার সহযোগিতা চেয়েছিলেন।


বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।