ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ক্রাইস্টচার্চ শহরে গত শনিবার ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর, ক্ষতিগ্রস্ত এলাকায় কর্তৃপক্ষ বুধবারও জরুরি অবস্থা জারি রেখেছেন।
এদিকে মঙ্গলবার স্থানীয় সময় ৭ টা ৪৯ মিনিটে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয় এবং সামাজিক নিরাপত্তা কেন্দ্র থেকে জানিয়েছে,
শনিবার রাতে বহু মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
গত কয়েকদিনে কমপক্ষে ১০০ টি ভূমিকম্প আঘাত হেনেছে। এধরনের ভূমিকম্প কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলেও সতর্ক করেন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তরা ।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, ৪০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৩৫ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল ওই শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে।
এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আশঙ্কা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমান শত শত কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
নিউ জিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে ৩ লাখ ৪০হাজার মানুষ বাস করে। নিউজিল্যান্ডে পৃথিবীর ভূমিকম্প প্রবল এলাকার মধ্যে অন্যতম।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০