মিরানশাহ: পাকিস্তানের আদিবাসী অঞ্চলে দুটি মার্কিন চালক বিহীন বিমান থেকে বুধবার হামলা হয়েছে। এতে ১৪ জন জঙ্গি নিহত হয়েছে।
উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী শহর মিরানশাহের ৫ কিলোমিটার উত্তরপশ্চিমের ডানডি ডারপাখেল গ্রামে প্রথম হামলাটি চালানো হয়। ওই এলাকাটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা আব্দুল আজিজ বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলায় কমপক্ষে ১০ জন জঙ্গি নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
উত্তর ওয়াজিরিস্তান থেকে ৪০ কিলোমিটার দূরে অপর একটি চালক বিহীন বিমান হামলায় আরও দুই জঙ্গি নিহত হয়েছেন।
২০০৮ সালের পর থেকে ১২২ টি চালক বিহীন বিমান হামলায় কমপক্ষে ১০৪০ জন নিহত হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০