এথেন্স: গ্রিক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রুর প্রতি শনিবার এক ব্যক্তি জুতা নিক্ষেপ করেছে। কিন্তু তা প্রধানমন্ত্রীর গায়ে না লেগে লক্ষ্যচ্যূত হয়।
এ ঘটনায় পুলিশ জুতানিক্ষেপকারীসহ দুজনকে আটক করেছে।
সোস্যালিস্ট সরকারের অর্থনীতি ও কর্মসংস্থান পুনর্গঠন প্রক্রিয়ার প্রতি বীতশ্রদ্ধ হয়ে এ জুতা ছুড়ে মারা হয় বলে জানা গেছে।
জুতা ছুড়ে মারার সময় প্রধানমন্ত্রী পাপান্দ্রু গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিতে একটি আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করছিলেন।
৪৯ বছর বয়সী জুতা নিক্ষেপকারী পুলিশকে জানায়, তিনি একজন রেডিওলজিস্ট এবং অতিরক্ষণশীল একটি সংগঠনের সদস্য।
গ্রিসের সরকার বাজেট ঘাটতি কমাতে অর্থনীতি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করে।
বিভিন্ন ইউনিয়ন ও অন্যান্য সংস্থা শনিবার সন্ধ্যায় এ প্রক্রিয়ার প্রতিবাদ জানাতে থেসালোনিকিতে বিক্ষোভের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০