ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যাজক জোনস কখনোই পবিত্র কোরান পোড়াবেন না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০
যাজক জোনস কখনোই পবিত্র কোরান পোড়াবেন না

নিউ ইয়র্ক: মার্কির যুক্তরাষ্ট্রের ফোরিডা অঙ্গরাজ্যের বিতর্কিত যাজক আর কখনোই পবিত্র কোরান শরীফ পোড়াবেন না।

এমন কী নিউ ইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ নির্মিত হলেও এ কাজ করবেন না বলে জানান তিনি।

খবর এনডিটিভির।

শনিবার ৯/১১ হামলার ৯ম বার্ষিকী উদযাপিত হওয়ার পর টেরি জোনস এনবিসিকে বলেন, ‘না, আমরা কখনোই কোরান পোড়াবো না। আজও নয়, কোনোদিনই নয়। ’

এ সময় তিনি উল্লেখ করেন, নিউ ইয়র্ক সিটির গ্রাউন্ড জিরোর কাছে ইসলামিক সেন্টার ও মসজিদ নির্মিত হলেও কোরান শরীফ আর পোড়ানো হবে না।

জোনস বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর না। আমরা ইতোমধ্যে ১শ মৃত্যুর হুমকি পেয়েছি। ’

জোনস আরো বলেন,‘আমরা উপলব্ধি করেছি, ঈশ্বর আমাদের থামতে বলছেন। এর পরিপ্রেক্ষিতেই হয়ত ইমাম সাহেবের সাথে আলোচনার দরজা খুলে যাবে। ’

এদিকে, এবারের ঈদ শুভেচ্ছা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যাজকের বিতর্কিত পরিকল্পনা নিয়ে মন্তব্য করে বলেন, ‘যাজক সম্ভবত আল কায়দার পক্ষে নেতৃত্ব দিয়ে থাকতে পারেন। ’

গতকাল শনিবার ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির টুইন টাওয়ারে হামলার ৯ম বার্ষিকী উদযাপিত হয়। এ হামলার প্রতিবাদ জানাতে ফোরিডার এক যাজক টেরি জোনস ২শ পবিত্র কোরান শরীফ পোড়ানোর ঘোষণা দেন। পরে বিশ্ব জনমতের চাপে তিনি তার সিদ্ধান্ত বাতিল করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১০

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।