টোকিও: চীনের একটি মাছ ধরা ট্রলারের ১৪ জেলেকে সোমবার ছেড়ে দিয়েছে জাপান। তবে ট্রলারের নাবিক এখনো আটক রয়েছে।
গত সপ্তাহে বিরোধপূর্ণ জলসীমায় ঢুকে ২টি জাপানি কোস্টগার্ড জাহাজের সঙ্গে সংঘর্ষ ঘটলে চীনের ট্রলারটির ক্যাপ্টেনকে আটক করা হয়।
এ ঘটনার রেশ শেষ পর্যন্ত চীন ও জাপানের কুটনৈতিক পর্যায়েও গড়ায়। চীন পূর্ব চীনের সমুদ্রের বিতর্কিত তেল ও গ্যাসক্ষেত্র নিয়ে ৪ বার জাপানের রাষ্টদূতকে ডেকে নিয়ে প্রতিবাদও জানিয়েছে।
জাপান সরকারের উচ্চ পর্যায়ের একমুখপাত্র ইয়োশিতো সেনগোকুর কাছে সাংবাদিকরা জানতে চায় যে, আটক নাবিকদের ছেড়ে দেয়া হবে কিনা। তিনি এর উত্তরে বলেন, ‘তাদের জাপানে আটকে রাখার কোনো কারণই নেই। আইনজীবীরা ট্রলার থেকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ করে এনেছেন। ’
সোমবার ১৪ চীনা জেলে বাংলাদেশ সময় সকাল ৯টায় একটি ভাড়া করা বিমানে চীনের উদ্দেশে জাপানের ইশিগাকা দ্বীপ ছেড়ে গেছে।
ট্রলারটির ৪১ বছর বয়সী ক্যাপ্টেন ঝান ওইজিয়ংকে বুধবার দায়িত্বরত কর্মকর্তাদের বাধা দেওয়ার অভিযোগে আটক করে আদালতে পাঠানো হয়। জাপানি আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড দেয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০