ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন ক্ষেপনাস্ত্র হামলায় পাকিস্তানে ৭ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০
মার্কিন ক্ষেপনাস্ত্র হামলায় পাকিস্তানে ৭ জঙ্গি নিহত

মিরনশাহ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের উপজাতি এলাকায় মঙ্গলবার মার্কিন চালক বিহীন বিমান থেকে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ৭ জঙ্গি নিহত হয়েছে।

গত ১১ দিনে দশদফা এ ধরনের হামলা চালানো হলো। নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।

পাকিস্তান কর্তৃপক্ষ জানান, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল জেলার বুশনারি গ্রামে চারটি ক্ষেপনাস্ত্র আঘাত হানে।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি মার্কিন চালক বিহীন বিমান থেকে জঙ্গি আস্তানাকে লক্ষ্য করে সকাল সাড়ে সাতটায় ওই হামলা চালানো হয়।

অপর এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি নয় জন নিহত হয়েছে বলে জানিয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।